কিছু একটা দরকার

লিখেছেন লিখেছেন মামুন ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৫৯:৩১ দুপুর
কিছু একটা দরকার
একটা কালো বলপেন দরকার।
নতুন করে কিছু পুরাতন কথা লিখতে হবে... নতুন আংগিকে।
একটা লাল মশাল দরকার।
জোতদারদের গোডাউনে আগুন ধরাতে যাবো।
.
আমার সেই হারানো বন্ধুদের দরকার,
যারা সময়ের বলি হয়েছিল ২০০১ এ।
আবার একটি রক্তাক্ত জনপদ দরকার
কিছু বিষাক্ত হায়েনারা এখনো রয়ে গেছে...
ওদের জন্য একটা বধ্যভুমির প্রয়োজন।
.
আমার মা কে দরকার
কাছে থাকা বাবার মায়াবী রক্তচক্ষু দরকার।
নতুন করে জ্বলে উঠার জন্য একটু পুরাতন প্রেম... অথবা
নিদেনপক্ষে একটি দিয়াশলাইয়ের শলাকা।
কিছু একটা একান্তই দরকার এখন আমার
এই অসহায় মুহুর্তে...
বিষয়: সাহিত্য
৭৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না, কিছুই করা হয়নি। মৃত্যুর আগ পর্যন্ত করার চেষ্টা করে যেতে হবে।
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।
শুভকামনা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য রইলো নিরন্তর।
অসহণীয় বিদ্যমান পরিস্থিতিতে অনেকেরই এমন বিক্ষোব্ধ অভিব্যক্তি! আপনার হাতে তা চমৎকার বিদ্রোহী হয়ে ফুটেছে!
এমনই হওয়া দরকার!!
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন